ফের কমল শহরের তিনটি কনটেনমেন্ট জোন, আশার আলো শহরবাসীর

রাজেন রায়, কলকাতা, ৩১ আগস্ট: শহরের ওয়ার্ড ভিত্তিক করোনা পরীক্ষা শুরু হওয়ায় ইতিমধ্যেই অনেকটাই কমে গিয়েছে সংক্রমণ। তার পরে রাজ্যে নতুন কনটেনমেন্ট জোন নীতি অনুযায়ী এমনিতেই কমতে কমতে ১১টিতে দাঁড়িয়েছিল। এবার সংখ্যা কমে গেল ১০-এরও কম। সোমবারের পুরসভা বিজ্ঞপ্তি অনুযায়ী মাত্র ৮টি কনটেন্টমেন্ট জোন ঘোষিত হওয়ায় হাসি ফুটেছে শহরবাসীর মুখে। কনটেনমেন্ট জোন-হীন শহরের স্বপ্ন দেখতে শুরু করেছেন শহরবাসীরা।

প্রথম দিকে এই সংখ্যাটা এক সময়ে ৩৯ এ পৌঁছে গিয়েছিল। তারপর ধীরে ধীরে ১৭ থেকে কমে হয়েছিল ১১৷ কন্টেইনমেন্ট জোনের নতুন তালিকায় কলকাতা পুরসভার তিন নম্বর বোরোতে ২টি কনটেনমেন্ট জোন পড়েছে। তাই ওই বরোর দিকেই কেন্দ্রীভূত দৃষ্টি ফেলতে চাইছে পুরসভা।

সংক্রমিত এলাকা ২টি হল তিন নম্বর বোরোর ৩১ নম্বর ওয়ার্ডের ৭১/৩ ক্যানাল সার্কুলার রোড৷ এছাড়া ৩৪ নম্বর ওয়ার্ডের ইন্টার বারোয়ারি তলা রোড৷ এর মধ্যে একটি কমপ্লেক্স অপরটি মিক্সড এলাকা৷ আর কলকাতা পুরসভার চার নম্বর বোরোর ২৭ নম্বর ওয়ার্ডের যুগল কিশোর দাস লেন (আমহার্স্ট স্ট্রিট এলাকা)৷

এছাড়া ৯ নম্বর বোরোর ৭৭,৮২ নম্বর ওয়ার্ড ৷ ৭৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা লেন( খিদিরপুর এলাকা)৷ ১, সবজি বাগান লেন৷ এবং চেতলা রোড (১৩বি এবং সি)৷ এর মধ্যে চেতলায় একটি বস্তি এলাকা এবং খিদিরপুরের মিক্সড এলাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *