বাংলাদেশি তিন দুষ্কৃতী গ্রেফতার বনগাঁয়

আমাদের ভারত, বনগাঁ, ৩ জানুয়ারি:  
তিন বাংলাদেশি দুষ্কৃতীকে 
গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার
পেট্রাপোল সীমান্ত থেকে 
বাংলাদেশের তিন কুখ্যাত 
দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে,  
পেট্রাপোল থানা এলাকা 
থেকে দুই দুষ্কৃতী এবং বনগাঁ থানা এলাকা থেকে 
একজনকে গ্রেফতার করা 
হয়। এদের কাছ থেকে কিছু  নথি উদ্ধার হয়েছে।ধৃতদের নাম বাবু চৌধুরী 
ওরফে রনি, তুহিন বিশ্বাস 
ওরফে ইমাদুল এবং বনগাঁ 
থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে রাসেল শেখকে।

পুলিশ সূত্রের খবর, ধৃতেরা 
বেশ কয়েকদিন আগে চোরা পথে ভারতে প্রবেশ করে।নিজেদের নাম পরিচয় গোপন করে ছদ্মনামে ঘোরাফেরা 
করছিল। বনগাঁর চড়কতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে
হেরোইনের ব্যবসা শুরু 
করেছিল বলে পুলিশের ধারণা।  

পুলিশ সূত্রে আরও জানা 
গেছে, ধৃতেরা বাংলাদেশের
সুপারি কিলার হিসেবে কাজ করত।ধৃতদের বিরুদ্ধে একাধিক
খুন ও বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগরয়েছে বাংলাদেশ বিভিন্ন 
থানায়। বেশ কয়েকদিন ধরেই 
অভিযুক্তদের ওপর নজর 
রাখছিল কেন্দ্রীয় গোয়েন্দা 
দফতরের কর্মীরা।অবশেষে বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে তিন 
দুষ্কৃতীকে গ্রেফতার করে।তাদের কাছ থেকে বিভিন্ন 
নথিও উদ্ধার করেছে পুলিশ। 
শুক্রবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *