আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ ফেব্রুয়ারি:
গোপন সূত্রে খবর পেয়ে ৬০ হাজার টাকা জাল নোট সহ তিন জনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন দুষ্কৃতীর নাম ফিরোজ আলী, এক্রামুল হক ও মর্তুজা আলী ওরফে ভোলা। এদের দুজনের বাড়ি রায়গঞ্জ থানার ডাংগি গোপালপুর ভাটোল এলাকায়। আর একজনের বাড়ি করণদিঘি থানার কেশবপুরে। ওই তিন জনের কাছ থেকে পুলিশ তিনটি মোবাইল উদ্ধার করে। করণদিঘি থানার সাবধান এলাকার সালিয়ান আমবাগান এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ষাট হাজার টাকার জালনোটের মধ্যে সবকটি পাঁচশো টাকার নোট। কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল এই টাকাগুলো তার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।