আমাদের ভারত, মালদা, ৪ জানুয়ারি: কোটি টাকার বিষধর সাপের বিষ সহ তিনজনকে গ্রেফতার করল ক্রাইম মনিটরিং সেল। ঘটনাটি ঘটেছে মালদায়। ধৃতদের নাম রফিক আলি(৪৯), মাসুদ শেখ(২), আসিক মন্ডল(২০)।প্রথম দু’জনের বাড়ি শাহাবাজপুর গ্রামপঞ্চায়েতের বামনটোলায় এবং আসিক মণ্ডলের বাড়ি আকন্দবেড়িয়ায়।
জানা গিয়েছে, মালদা শহরের ইংরেজবাজার থানার স্টেশন রোড এলাকার এক বেসরকারী হোটেলে আস্তানা গাড়ে ধৃতরা। গোপন সুত্রে খবর পেয়ে ক্রাইম মনিটরিং সেল ওই হোটেলে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কাঁচের জার ভর্তি বিষধর সাপের বিষ। সেগুলি জারের মধ্যে ক্রিস্টাল আকারে ছিল। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, একটি বেসরকারী হোটেল থেকে এগুলি উদ্ধার করা হয়েছে। আনুমানিক বাজার মুল্য কোটি টাকার ওপরে। এই বিষ কোথা থেকে সংগ্রহ করে কোথায় পাচার করছিল তার তদন্ত শুরু হয়েছে।