আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ অক্টোবর : মহিলাদের মারধর ও শ্লীলতাহানি ও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার হল দুই মহিলা সহ তিনজন। ঘটনাটি কাঁথি থানার কুমারপুর এলাকায় ঘটেছে। প্রতারিত এক মহিলার অভিযোগের ভিওিতে তিনজনকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। ধৃত তিনজন হল দিব্যেন্দু চ্যাটার্জি, তার স্ত্রী শিলা চ্যাটার্জি ও পুত্রবধূ সুস্মিতা চ্যাটার্জি। সোমবার অভিযুক্তদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানাগেছে, দিব্যেন্দু তার স্ত্রী ও পুত্রবধূ মিলে একটি মহিলা স্ব-সহায়ক দলে কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা ফেরত দেয়নি অভিযুক্তরা। টাকা ফেরত চাইতে গেলে ওই মহিলা দলের সদস্যদের একাধিকবার ফেরত পাঠানো হয় বলে অভিযোগ। সেইরকমই সম্প্রতি টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা দলের মহিলাদের মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপরে সোমবার সকালে কাঁথি থানার অভিযোগ দায়ের করেন প্রতারিত মহিলারা। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। আজ তাদের কাঁথি আদালতে তোলা হয়।