রাজেন রায়, কলকাতা, ৩১ আগস্ট: সংক্রমণকে লাগাম পরিয়ে সুস্থতা বৃদ্ধির ঘোড়া অব্যহত। টানা ৮ দিন ধরে রাজ্যের হাসপাতালে কমল রোগীর সংখ্যা। সংক্রমণ ও মৃত্যু না কমলেও যেন ৮ দিন ধরে দাঁড়িয়ে গিয়েছে এক জায়গাতেই।
সোমবারের বুলেটিন অনুযায়ী, ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ২৯৯৩ জনের, মৃত্যু ৫২ জনের এবং সুস্থ হয়েছেন ৩৩১৮ জন। সুস্থতার হার ৮২.৪৯ শতাংশ।
২৪ ঘন্টায় ২৯৯৩ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬২৭৭৮ জন। এদিন আরও ৫২ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৩২২৮ জনের। ২৪ ঘন্টায় আরও ৩৩১৮ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১৩৪২৭০ জন।
এদিনও অন্যান্য জেলার সঙ্গে কলকাতাতে ৬৯৪ জন, উত্তর ২৪ পরগনাতে ৪৪৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৬৩ জন, পূর্ব মেদিনীপুরে ১৯৪ জন, মালদায় ১৮২ জন, মুশির্দাবাদ ১৬০ জন, নদিয়ায় ১৫২ জন, হাওড়ায় ১৪১ জন, দার্জিলিংয়ে ১৩৫ জন, আলিপুরদুয়ারে ১০০ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৫২৮০ জন। এদিনও সুস্থতার হার বেড়ে যাওয়ায় হাসপাতালে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ার বদলে কমে গিয়েছে ৩৭৭ জন। বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৭০টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ১৮৮৭৬৩৫ জনের। যার মধ্যে রেকর্ড সংখ্যক ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪২২৩৯ জনের। রাজ্যের ৮৭টি করোনা হাসপাতাল,
৩২টি সরকারি এবং ৫৫টি বেসরকারি হাসপাতালে মোট ১২০৪৫টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১২৪৩ জনের। ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি। তার মধ্যে মাত্র ৩২.১৪ শতাংশ রোগী ভর্তি আছেন।
সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৪৮৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৭২৯৬ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৪৩১৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৪৬৭০১৭ জনকে। রাজ্যের ২০০টি সেফ হোমে ১১৫০৭টি বেড রয়েছে এবং তাতে ১৭৭৯ জন রোগী রয়েছেন।
এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। বুলেটিন অনুযায়ী এ দিন ১০ জনের মৃত্যু কলকাতায়, ১৩ জন উত্তর ২৪ পরগনায়, ৯ জন দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া নদিয়া ও হুগলিতে ৪ জন করে, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে ৩ জন করে আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ১ জন করে আরও মোট ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এছাড়া এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনায় ৪৬৭ জন, কলকাতায় ৪৪৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩১৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৬ জন, নদিয়ায় ১৮৩ জন, পূর্ব মেদিনীপুরে ১৮২ জন, জলপাইগুড়িতে ১৩১ জন, কোচবিহারে ১৩০ জন, দার্জিলিংয়ে ও হুগলিতে ১১৫ জন করে, হাওড়ায় ১০৪ জনের উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিনও সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই।

