পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে প্রতিবছরের মতো এবারও মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে মাইক ব্যবসায়ীদের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। আর নতুন প্রজন্মকে কিভাবে ব্যবসায় আগ্ৰহী করা যায় তা নিয়েও আলাপ আলোচনা করা হয়।
পাশাপাশি এই মাইক ব্যবসায়ীরা শুধুমাত্র মাইক বাজিয়ে অন্যদের মনোরঞ্জন করছে তাই নয়, সামাজিক কাজকর্মেও নিজেদের লিপ্ত করেছে। আজ সম্মেলনে রক্তদান এবং প্রকৃতিকে সবুজায়ন করতে গাছ বিতরণ কর্মসূচি গ্ৰহণ নেওয়া হয়েছিল। রক্তদান কর্মসূচিতে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন।
আজকের সম্মেলনের উপস্থিত ছিলেন সমাজসেবী অসীম বর্মন, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন রায়, সমিতির সভাপতি আশিষ দাস, সম্পাদক রাজু জানা, সহ সম্পাদক বরুণ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন চট্টোপাধ্যায়।