আমাদের ভারত, ২৪ আগস্ট: সারা রাজ্যজুড়েই চলছে সাইবার-প্রতারকদের রমরমা। প্রতিদিন মুহূর্তের অসাবধানতায় ফোনের ওপাশে থাকা ভুয়া পরিচয়ের অজ্ঞাত ব্যক্তিকে ওটিপি নম্বর দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকে। শনিবার পুলিশ দাবি করেছে, ২৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে প্রতারিতদের।
এদিন পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এক্স বার্তায় জানানো হয়েছে, “সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান চালাচ্ছে। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর।
গত কয়েক দিনে ২৭ লক্ষ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ছবি ভাগ করে নিলাম কিছু। বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।”