আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন শুরু হয়েছে, সেখানে বক্তব্য রাখার সময় পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের স্বপ্ন দেখালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর দাবি, সামনের বারই অর্থাৎ ২৬-এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে পদ্ম শিবির।
ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধিবেশনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। সেখানে গত ৫ বছরে বিজেপির নির্বাচনী সাফল্য তুলে ধরেন জেপি নাড্ডা। একের পর এক রাজ্য জয় প্রসঙ্গ যেমন এসেছে তাঁর বক্তব্যে, তেমনি সাফল্যের নিরিখে পশ্চিমবঙ্গের কথা নিজেই জানিয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল না হলেও বিজেপির শক্তি যে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে তার উল্লেখ করেছেন তিনি। সেই শক্তিতে ভর করেই আগামী দিনে বাংলার ক্ষমতা দখলের ডাক দিয়েছেন তিনি।
উত্তর প্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে বিজেপির ধারাবাহিক ক্ষমতা বৃদ্ধির কথা বলেছিলেন নাড্ডা। সেই সময় তিনি বলেন, আপনারা হয়তো বলবেন, আমি শুধু জেতার কথা বলছি। পশ্চিমবঙ্গে আমরা জিততে পারিনি। কিন্তু সেখানে আমাদের ১০% ভোট ও তিনটি আসন ছিল। এখন আমাদের ভোট হয়েছে ৩৮.৫ শতাংশ। আমরা জিততেছি ৭৭টি আসনে।
এই তথ্য দিতে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতৃত্ব হাততালি দিয়ে ওঠেন। এরপরই নাড্ডার হুঙ্কার, সেইদিন আর দেরি নেই। সামনের বারের জন্যে তৈরি হয়ে যান। কারণ, সামনের বারই আমাদের। ২০১৯ সালে লোকসভা ভোট থেকে গত বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ক্ষমতা বেড়েছে বিজেপির। প্রত্যাশিত সাফল্য হাতে আসেনি, কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি।
এদিনের বক্তব্য থেকে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা দখলের বিষয়ে যথেষ্ট প্রত্যয়ী দেখা গেছে জেপি নাড্ডাকে।