Nirmala Sitharaman, ইউপিএ‌ আমলে বাজেট পেশের সময় ২৬ রাজ্যের নাম নেওয়া হয়নি, পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের পাল্টা জবাব অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

আমাদের ভারত, ৩০ জুলাই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার পর থেকেই বিরোধীরা এই বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট বলে নিশানা করেছেন। এরপর রাজ্যসভায় অর্থমন্ত্রী দাবি করেছিলেন, কোনো রাজ্যকেই বাজেটে অবহেলা করা হয়নি। মঙ্গলবার ফের এই ইস্যুতে সরব হলেন অর্থমন্ত্রী। তবে এবার রীতিমতো পরিসংখ্যান প্রমাণ নিয়ে হাজির অর্থমন্ত্রী। তাঁর প্রশ্ন, ইউপিএ আমলের বাজেট পেশের সময়েও সব রাজ্যের নাম নেওয়া হতো না। তাহলে কি সেই সময় সব রাজ্যের জন্য তৎকালীন কেন্দ্রীয় সরকার বরাদ্দ করত না?

বাজেট নিয়ে বিতর্কের সময়ে নির্মলাদেবী বলেন, আমি ২০০৪-০৫ সাল থেকে বাজেটের পরিসংখ্যান খতিয়ে দেখেছি। ২০০৪-৫- এ ১৭টি রাজ্যের নাম নেওয়া হয়নি বাজেট পেশের সময়। ২০০৬ সালের বাজেটে ১৬টি রাজ্যের নাম নেওয়া হয়নি। ২০০৯ সালের ২৬টি রাজ্যের নাম নেওয়া হয়নি। এরমধ্যে বিহার উত্তর প্রদেশও ছিল। আমি ইউপিএ সরকারের কাছে জানতে চাই, তখন কি রাজ্যগুলির কাছে টাকা পৌঁছায়নি? আমি সকলকে মনে করিয়ে দিতে চাই এই রাজ্যের নাম নেওয়া হয়নির অর্থ এটা নয় যে, তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ হয়নি। এটা অপপ্রচার।

কংগ্রেস দাবি করেছিল এই বাজেট এনডিএ শরিকদের খুশি করার বাজেট। কংগ্রেস ভোটের আগে যে ন্যায় পত্র ঘোষণা করেছিল সেখান থেকে অবিকল নকল করা। একই দাবি তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দলগুলিরও। তাদের দাবি, আমরা ইন্ডিয়া বাজেট চাই। এনডিএ বাজেট নয়। আর এই পরিস্থিতিতে বিরোধীদের জবাব দিতে দেখা গেছে অর্থমন্ত্রীকে। আজ যথেষ্ট আক্রমণাত্মক মেজাজেই দেখা গেছে অর্থমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *