পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: ৪ জানুয়ারি ছোট আঙ্গারিয়া দিবস। প্রত্যেক বছর তৃণমূলের পক্ষ থেকে শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে শহিদ দিবস করে আসছে তৃণমূল। সেইমতো এই বছরও এই দিনে ২৫তম ছোট আঙ্গারিয়া দিবস পালন করল তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি সভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
সভায় উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ সহ একাধিক নেতৃত্ব। এদিন শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্প অর্পনের পাশাপাশি সভা থেকে বিজেপি ও সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, ২০০১ সালের ৪ জানুয়ারি ছোট আঙারিয়াতে গণহত্যার ঘটনা ঘটে। এই গণহত্যায় মৃত্যু হয় পাঁচ জন তৃণমূল কর্মীর। অভিযোগ উঠেছিল সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারপর ২০১১ সালের তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এই দিনটি ছোট আঙারিয়া দিবস হিসেবে পালন করছে তৃণমূল।