রাজেন রায়, কলকাতা, ১ আগস্ট: উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় অবিলম্বে নিয়োগ শুরু করতে বলার পর যারা যারা সুযোগ পাননি, তাদের স্কুল সার্ভিস কমিশনে তথ্য সহ আবেদন করতে বলেছিল হাইকোর্ট। সেইমতো আবেদনের শেষ দিনে দেখা গেল, ২১ দিনে জমা পড়েছে ২৫ হাজার অভিযোগ। শুধু তাই নয়, কয়েক হাজার এসএসসি চাকরিপ্রার্থী রবিবার তাঁদের অনেকে পৌঁছে গেলেন সোজা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে। দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবি তুলে হাতে নানা পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করেন হবু শিক্ষকরা।
এদিকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ ও জমায়েত শুরু হতে থাকায় সেখানে পৌঁছে যায় পুলিশ বাহিনী। তবে বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
পরে অবশ্য শিক্ষামন্ত্রীর আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন। বিক্ষোভকারীদের জানানো হয়, সোমবার বেলা ১১টায় এসএসসি চেয়ারম্যানের কাছে যাওয়া হবে। সেখানে গিয়ে নিজেদের দাবি জানাতে পারেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত ৩ মাস ধরে বিক্ষোভ দেখিয়ে আসছেন হবু শিক্ষকরা। এদিন “দিদির দেওয়া আস্থায় আমরা আজ রাস্তায়,” “দিদি তুমি রাখ কথা প্রমাণ করো বাস্তবতা,” এমনই সব লেখা পোস্টার দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। পরে অবশ্য শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়ক মারফত আশ্বাসে ফিরে যান বিক্ষোভকারীরা।
গত ১০ জুলাই থেকে শুরু হয়েছিল অভিযোগ গ্রহণ প্রক্রিয়া। দেখা গেল, মাত্র ২১ দিনেই ২৫ হাজার অভিযোগ জমা পড়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অভিযোগ গ্রহণ করেছে কমিশন। তাতে দেখা গিয়েছে, শুধু ই-মেইলে অভিযোগ এসেছে ১৩ হাজার ৫০০। আর অফলাইনে জমা পড়েছে প্রায় ১১ হাজার ৫০০ অভিযোগ। শনিবারই শেষ হয় এই অভিযোগ জমা নেওয়ার প্রক্রিয়া। এদিকে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ৪ আগস্ট পর্যন্ত।

