পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ আগস্ট: একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে ঘর ভাঙানোর খেলা। অত্যন্ত সুকৌশলে বিভিন্ন দল থেকে তাবড় তাবড় নেতা নেতৃত্বদের টেনে ক্রমশই শক্তিবৃদ্ধি করছে তৃণমূল সুপ্রিমো। তাঁর দেখানো পথেই এবার সিপিএমের ঘর ভাঙল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস। হরিরামপুরে গোকর্ন গ্রাম পঞ্চায়েতের মুস্কিপুরে সিপিএমের ব্রাঞ্চ সম্পাদক সহ অন্যান্য একাধিক নেতৃত্ব মিলিয়ে প্রায় আড়াইশো কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়েছেন জেলা সভাপতি।
রবিবার হরিরামপুরে তৃণমূলের এই যোগদান কর্মসূচিকে ঘিরে আরো অনেকটাই ব্যাকফুটে চলে গেল বিরোধীরা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন সিপিএমের ব্রাঞ্চ সম্পাদক কোসিমুদ্দিন আহমেদ, পার্টি মেম্বার সাজীবুর রহমান, বর্ষীয়ান নেতা ও বাইদুর রহমান, ডিওয়াইএফ নেতা সেলিম রেজা সহ ২৫০ জন কর্মী সমর্থক সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সোলেমান সরকার, আজিজুর রহমান সহ স্থানীয় এক ঝাক তৃণমূল নেতৃত্ব।
জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জানিয়েছেন, রাজ্যের উন্নয়ন যজ্ঞে শামিল হতে এমন দলবদল। মূলত বামেরাই এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের দরজা সকলের জন্যই খোলা রয়েছে। এদিনের এই দলবদলের মধ্য দিয়ে এই এলাকায় আগামী দিনে হরিরামপুরে আরো শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস।
সেলিম রাজ্জাক ও বাইদুর রহমানরা বলেন, দেশজুড়ে সাম্প্রদায়িক পরিস্থিতি ও মমতার উন্নয়ন যজ্ঞে সামিল হতেই এদিন তারা দলবদল করেছেন।
হরিরামপুরের সিপিএম বিধায়ক রফিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি তার জানা নেই। তবে যারা দল ছেড়েছে তারা ধান্দাবাজির জন্যই দল ছেড়েছে।