আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ সেপ্টেম্বর: মুর্শিদাবাদের জলঙ্গিতে বিএসএফের তল্লাশি অভিযানে উদ্ধার হল ২৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ সহ পাঁচ কেজি গাঁজা। বিএসএফ সুত্রের খবর, বৃহস্পতিবার মধ্যে রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের গালুয়া দোয়ারামপুর বিএসএফ ক্যাম্পের ১৪১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ২২০ মিটার ও বিওপি থেকে ৫৫০ মিটার দূরত্বে তল্লাশি অভিযান চালালে সেখানেই উদ্ধার হয় এই নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। যার বাজারমূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা ও তার সাথে প্রায় পাঁচ কেজি গাঁজা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বলে বিএসএফ জানিয়েছে।