২৫০ জন বিজেপি সিপিএম কংগ্রেস কর্মীর তৃণমূলে যোগ

আমাদের ভারত, হাওড়া, ৮ নভেম্বর: বিধানসভা নির্বাচনের আগে হাওড়ার জয়পুরে বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে ২৫০ জন কর্মী তৃণমূলে যোগ দিল। রবিবার বিকেলে আমতা ২ নং ব্লকের তাজপুর এম এন রায় ইনস্টিটিউটে এক জনসভায় এইসব কর্মীরা তৃণমূলে যোগ দেয়। কেন্দ্রীয় সরকারের “জনবিরোধী নীতি”র প্রতিবাদে আয়োজিত এই জনসভায় তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সাজদা আহমেদ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত পাল, আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমূল আলম সহ অন্যান্যরা।

এদিন দলে যোগ দেওয়া কর্মীদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তাদের এই দলত্যাগের সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *