পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে মেদিনীপুর শহরের কলেজ মাঠে শুরু হল ২৪তম বইমেলা। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের কবিতা অ্যাকাডেমির সভাপতি কবি সুবোধ সরকার, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পৌরপ্রধান সৌমেন খান, উপ-পৌরপ্রধান মৌ রয়-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বই পড়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বলেন, ডিজিটাল যুগেও বই মানুষের জ্ঞানচর্চা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের বইমেলা নতুন প্রজন্মকে পাঠাভ্যাসের প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

জানাগেছে, এই বইমেলা চলবে ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন নামী প্রকাশনা সংস্থার স্টল ছাড়াও থাকছে সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঠক-লেখক সাক্ষাৎকারের মতো একাধিক আকর্ষণীয় আয়োজন।
মেদিনীপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার বইপ্রেমীদের কাছে এই বইমেলা ইতিমধ্যেই বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

