আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ এপ্রিল: রাজ্য সরকারি অফিসে অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ, শূন্যপদ পূরণ সহ বিভিন্ন দাবিতে সারারাত ধরে ২৪ ঘণ্টার অবস্থান বিক্ষোভে বসল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। শুক্রবার বাবু পাড়ার কর্মচারি ভবনের সামনে মঞ্চ করে রাজ্যের কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারি, শিক্ষক শিক্ষিকাদের যৌথ মঞ্চ অবস্থানে বসল। দীর্ঘদিন থেকে আন্দোলন করার পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই কারণে মোট নয় দফা দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন যৌথ মঞ্চের সরকারি কর্মচারিরা।
দাবি গুলির মধ্যে রয়েছে অনিয়মিত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী, শিক্ষকদের নিয়মিতকরণ, সামাজিক প্রকল্পের সুবিধে দুর্নীতি ছাড়া সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। বকেয়া সহ কেন্দ্রীয় হারে ৩৬ শতাংশ ডিএ প্রদান, পঞ্চায়েত ভোট সুষ্ঠ ও অবাধ করা, ভোট কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি তোলা হয়। এদিন বিকেলে অবস্থান বিক্ষোভ শুরু হয়, রাতেও অবস্থান বিক্ষোভে নেতা কর্মীরা থাকবেন। শনিবার বিকেলে অবস্থান বিক্ষোভ উঠবে বলে জানান যৌথ মঞ্চের আহ্বায়ক মনোজিৎ দাস।

