আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ আগস্ট: আগস্ট মাসের চলতি সপ্তাহে বৃহস্পতিবার লকডাউনে মুর্শিদাবাদ পুলিশ জেলার প্রত্যেকটি থানা এলাকায় করোনা অতিমারীর মোকাবিলায়, লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে দিনভর টহলদারি চালায়। লকডাউন আইন অমান্য করে পথে নামার অপরাধে ২৩২ জনকে আটক করা হয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরি রাজ কুমার।
বৃহস্পতিবার সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে লকডাউন সফল করতে তৎপর ছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় চলে নাকা চেকিং এবং রুট মার্চ। লকডাউন সফল করতে মুর্শিদাবাদ জেলার সমস্ত থানা থেকে মোট ২৩২জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার লকডাউন সফল করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন জেলা পুলিশ প্রশাসন।