পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: ২৩২ (এম) ব্যাটালিয়ন সদর দফতর, শালবনি এবং ইউনিটের বিভিন্ন কোম্পানির অবস্থানস্থল ঝাড়গ্রাম, লালগড়, শিলিগুড়ি ও রাঁচিতে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনের স্বচ্ছতা অভিযান কর্মসূচি। ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রীমতি শ্যালু এস. মহারানা’র উপস্থিতিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কমান্ড্যান্ট মহারানা স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবার সক্রিয় অংশগ্রহণই এই অভিযানের মূল শক্তি। অনুষ্ঠানের পর অফিসার ও জওয়ানরা সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার শপথ গ্রহণ করেন।
১৫ দিনের এই কর্মসূচিতে ব্যাটালিয়নের সকল অফিসার, জওয়ান এবং অন্যান্য সদস্যরা বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। বিশেষ করে ব্যারাক এলাকা, প্রশাসনিক ভবন, আশপাশের জনবসতি এবং ক্যাম্প এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শুধু ক্যাম্প নয়, স্থানীয় এলাকায়ও জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং স্বচ্ছতার বার্তা আরো বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে।

