পুরুলিয়ার হুড়ায় ২৩টি গাড়ি সহ প্রচুর গরু আটক, গ্রেফতার ৩৩

সাথী দাস, পুরুলিয়া, ১০ অক্টোবর: ফের গরু পাচারের চেষ্টা পুরুলিয়ায়। উত্তরপ্রদেশ ও বিহার থেকে আনা ১৪৯টি গরু বোঝাই ২৩টি গাড়ি আটক করল হুড়া থানার পুলিশ। চালক সহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন।

পুলিশ সুপার জানান, গাড়িতেই মারা গেছে ৮টি গবাদিপশু। গতকাল রাতে হুড়া থানা এলাকায় পুরুলিয়া- বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়ক দিয়ে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় স্থানীয় মানুষজন ও স্থানীয় তৃণমূল নেতারা ওই রাস্তার উপর গরু বোঝাই বেশ কয়েকটি ভ্যানকে আটক করে রাখে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে হুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলি আটক করে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় তৃণমূল পরিচালিত হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো। তিনি অভিযোগ করেন, কারা এই গরু পাচারের সাথে যুক্ত তা প্রকাশ্যে আসুক।

এই গরুগুলি চাষের জন্য নিয়ে যাওয়ার কথা বললেও এর প্রমাণ দিতে পারেনি গাড়ির চালক ও সঙ্গীরা।

উল্লেখ্য, এর আগেও গত ২৩ আগস্ট এই হুড়া থানা এলাকাতেই গরু বোঝাই দুধের কন্টেনার দুর্ঘটনার কবলে পড়ে। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। পুলিশ ৩ জনকে গ্রেফতারও করেছিল। তৃণমূল নেতাদের অভিযোগ, উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে গরুগুলি এনে এই রাস্তা দিয়ে পাচারের কাজ চলছিল। বিজেপি জেলা সম্পাদক তথা স্থানীয় বাসিন্দা আবদুল আলিম আনসারি বলেন, “তৃণমূল যতদিন থাকবে এই রাজ্যে গরু পাচার চলবেই। যাঁরা টাকা ভাগ পাননি তাঁরা হৈ চৈ করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *