পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ জুন: মোবাইল নিয়ে পুলিশের পরীক্ষা দিতে এসে শ্রীঘরে ২৩ জন পরীক্ষার্থী। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম যামিনী মজুমদার কলেজের। যেখান থেকেই প্রায় ২২ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পতিরাম থানার পুলিশ। একই অভিযোগে তপনের এক পরীক্ষার্থীকেও গ্রেফতার করেছে তপন থানার পুলিশ। যাদের বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রের ভিতরে গোপনে মোবাইল ফোন ব্যবহার করবার অভিযোগ উঠেছে। একইসাথে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসায় বিহারের দুই যুবককেও হাতেনাতে পাকড়াও করেছে পতিরাম থানার পুলিশ। ধৃত ২৩ জনের বিরুদ্ধেই আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ সুপার।
প্রসঙ্গত, সারা রাজ্যের পাশাপাশি রবিবার দক্ষিণ দিনাজপুরেও কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল এদিন। জেলার
৩৭টি সেন্টারে এদিন প্রায় ১০ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানাগেছে। যাকে কেন্দ্র করেই এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গেছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। বালুরঘাট সহ জেলার বিভিন্ন স্কুল কলেজের সামনে পরীক্ষার্থীদের লম্বা লাইনও লক্ষ্য করা গেছে এদিন। যে পরীক্ষা শুরু হতেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে গোপনে মোবাইল ব্যবহার করবার অপরাধে পতিরামের যামিনী মজুমদার কলেজ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে পরীক্ষার সুনির্দিষ্ট নিয়ম না মানা এবং ভুয়ো পরীক্ষার্থীর জন্যও বেশ কয়েকজনকে ওই কলেজ থেকেই গ্রেফতার করেছে পুলিশ।
বালুরঘাট সদর ডিএসপি সোমনাথ ঝাঁ জানিয়েছেন, এদিন এই পুলিশের পরীক্ষায় গোপনে প্যান্টের ভেতরে সেলাই করে মোবাইল নিয়ে এসে পরীক্ষা দিচ্ছিলেন বেশ কয়েক জন পরীক্ষার্থী। যাদের হাতে নাতে পাকড়াও করা হয়েছে। একইসাথে ভুয়ো পরীক্ষার্থীর জন্য বিহারের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র পতিরাম ও তপন থেকে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

