পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: আজ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেদিনীপুর পুলিশ লাইনে। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, মন্ত্রী শিউলি সাহা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, সহ সভাধিপতি অজিত মাইতি, আইজি মেদিনীপুর রেঞ্জ অনুপ জয়সয়াল, জেলা শাসক খুরশিদ আলি কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

৪৮টি ইভেন্টে ১৬০০ জন প্রতিযোগী অংশ নেন। আজকের এই পুলিশ ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা পুলিশের বিশেষ প্রশিক্ষণের জন্য ব্যাটেল অবস্টাকেল অ্যাসল্ট ফিল্ড- এর উদ্বোধন করেন আইজি মেদিনীপুর রেঞ্জ অনুপ জয়সয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *