কোলাঘাটের ২২টি গ্রামীন রাস্তা পাকা হতে চলেছে “রাস্তাশ্রী” প্রকল্পে, বরাদ্দ হয়েছে ২ কোটি ২৬ লক্ষ টাকা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ জানুয়ারি: কোলাঘাট ব্লকের ২২টি গ্রামীণ রাস্তা লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাস্তাশ্রী প্রকল্পে কংক্রিটের রাস্তায় পরিণত হতে চলেছে। ব্লকের মোট ১৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ওই ২২টি রাস্তা রয়েছে। তালিকাতে নেই আমলহান্ডা ও বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েতের কোনো রাস্তা। এই বাবদ মোট ২ কোটি ২৬ লক্ষ ৭ হাজার ৬০১ টাকা বরাদ্দ করা হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে কোলাঘাট ব্লকের বিডিও ওই কাজগুলির জন্য ই- টেন্ডার আহ্বান করেছেন বলে ব্লক সূত্রে জানাগেছে।

তালিকাতে পুলশিটা গ্রাম পঞ্চায়েতের ৩টি, কোলা-২ গ্রাম পঞ্চায়েতের ২টি, বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের ১টি, ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ৪টি, গোপালনগর গ্রাম পঞ্চায়েতের ৩ টি, কোলা-১ গ্রাম পঞ্চায়েতের ১ টি, খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের ১টি, সিদ্ধা-২ গ্রাম পঞ্চায়েতের ২টি, সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের ২ টি, সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের ১ টি, দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের ২টি গ্রামীন রাস্তা রয়েছে। রাস্তার তালিকাতে সিদ্ধা থেকে বৃন্দাবনচক পর্যন্ত পাকা রাস্তার ১৬ নম্বর জাতীয় সড়ক (মুম্বাই রোড)’র সিদ্ধা থেকে সিদ্ধা হাইস্কুল পর্যন্ত আনুমানিক ২০০ মিটার রাস্তাটিও রয়েছে।

কোলাঘাট ব্লক রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তার কাজ শুরু করতে হবে। যাতে বর্ষার আগে কাজ শেষ করা যায়। নারায়ণবাবু অভিযোগ করেন, ব্লকের যে এলাকাগুলির কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রতি বছর জলমগ্ন থাকে সেই গ্রামগুলির কয়েকটি রাস্তা (যেমন উত্তর জিঞাদার পড়িয়া পাড়া থেকে হাইস্কুল যাওয়ার রাস্তা) ওই তালিকার অন্তর্ভুক্ত
হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *