মোদী সরকারের ইনসেনটিভের প্রভাব, ২২টি সংস্থা চিন থেকে সরে ভারতে এসে মোবাইলের কারখানা তৈরি করতে চায়

আমাদের ভারত, ১৭ আগস্ট: করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই বহু কোম্পানি চিন থেকে পাততাড়ি গুটিয়ে চলে আসতে চাইছে। আর সেইসব কোম্পানিকে আকৃষ্ট করতে এবং উৎসাহ দিতে ইতিমধ্যেই প্রকল্প ঘোষণা করেছে ভারত সরকার। আর সেই সব প্রকল্পের সুবিধা বুঝে ইতিমধ্যেই চিন থেকে সরে আসা অন্তত দু’জন সংস্থা ভারতে তাদের মোবাইলের কারখানা তৈরি করতে চায়।

এরফলে ১৫০ কোটি ডলার তারা বিনিয়োগ করবে। যে কোম্পানি গুলি ভারতের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি, অ্যাপেল ইনকর্পোরেটেডও রয়েছে। গত মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত ইলেকট্রনিক সংস্থাগুলির জন্য ইনসেনটিভ ঘোষণা করেছিলেন। তবে আগামী দিনে অন্যান্য সেক্টরের জন্য এইরকম ইনসেনটিভ ঘোষণা করা হতে পারে বলে খবর। মোদী সরকারের এই ইনসেনটিভ ঘোষণার পরই হন হাই প্রিসিসন ইন্ডাস্ট্রি কোম্পানি, উইসট্রন কর্পোরেশন,পেগাট্রন কর্পোরেশনের মতো কোম্পানি ভারতের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

তবে আগামী দিনে যে কোম্পানী গুলির জন্য ইনসেনটিভ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে সেগুলি হল,অটোমোবাইল, ফুড প্রসেসিং, টেক্সটাইল সংস্থা।

বিশেষত চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে অনেকেই চিন থেকে সরে আসতে চাইছে বল খবর। তবে অনেকেই আবার বলেছেন ভারত বিনিয়োগের ব্যাপারে এখনও সেভাবে আগ্রহ দেখায়নি তাদের কাছে। তারা মূলত গিয়েছে কম্বোডিয়া, মায়ানমার, বাংলাদেশ, থাইল্যান্ডছ।

অর্থনীতি বিদদের একাংশের মতে বিভিন্ন কোম্পানি চিন ছেড়ে চলে আসায় মাঝারি মেয়াদে লাভবান হতে পারে ভারতছর। সেক্ষেত্রে দেশের মোট জাতীয় উৎপাদনে ম্যানুফ্যাকচারিং-এর অংশ বাড়তে পারে।

সরকারের আশা ইলেকট্রনিক্স ক্ষেত্রে আগামী পাঁচ বছরে দেশে বিনিয়োগ হতে পারে ১৫ হাজার ৩০০কোটি ডলার। আর এর ফলে ১০ লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে। জাতীয় উৎপাদনের ১৫ শতাংশ আসে ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে। মোদী সরকারের আশা “মেক ইন ইন্ডিয়া” প্রকল্পের অগ্রগতি হলে জিডিপির ২৫% আসবে ম্যানুফ্যাকচারিং থেকে।

ইতিমধ্যে ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলিকে উৎসাহিত করতে কর কমিয়ে দেওয়া হয়েছে। সরকারের আশা এর ফলে আগামী দিনে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে ও কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *