আমাদের ভারত, মালদা, ২ মে: রাজস্থানের কোটায় আটকে পড়া ছাত্ররা ফিরল মালদায়। এগারোটি বাসে ২১৮ জনকে মালদায় ফিরিয়ে আনা হল। পড়ুয়ারা ছাড়াও ছিলেন বেশ কয়েকজন অভিভাবক। শনিবার ভোররাতে বিশেষ বাসগুলি মালদহ শহরে এসে পৌঁছয়। মালদহের গৌড় কন্যা বাস টার্মিনাসে আগে থেকেই ছিলেন প্রশাসনের কর্তারা। রাজস্থান ফেরত প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং এবং লালারসের নমুনা সংগ্রহ করা হয়। এরপর প্রত্যেকের বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রশাসন। আপাতত প্রত্যেককেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কোটা ফেরত পড়ুয়া এবং অভিভাবকরা যাতে সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন এজন্য বাস টার্মিনাসে একাধিক কাউন্টার খোলা হয়। সেখান থেকেই জেলার দূর-দূরান্তের পড়ুয়া এবং অভিভাবকদের সরকারি উদ্যোগে গাড়িতে করে ফের বিভিন্ন এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়। অনেক অভিভাবক আবার নিজেরাই এসে পড়ুয়াদের সঙ্গে করে বাড়ি নিয়ে যান। পড়ুয়াদের ফেরার অপেক্ষায় রাত থেকেই মালদহের বাস টার্মিনাসে ভিড় জমিয়েছিলেন অনেক অভিভাবক। নিরাপদে সকলে সুদূর রাজস্থান থেকে মালদহে ফিরতে পারায় মুখ্যমন্ত্রী ও সরকারি উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। কোটা থেকে মালদহ ফিরতে প্রায় তিন দিন সময় লাগে।

