একদিনে ২০৮৮ জনের নমুনা সংগ্রহ পুরুলিয়ায়, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২০ আগস্ট: লালারসের নমুনা সংগ্রহ করার হার বাড়াতেই সংক্রমণের সংখ্যা বাড়ছে পুরুলিয়ায়। পুরুলিয়া জেলায় আজ নতুন করে ৩৯ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। ফলে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৩১ জন। এদিন ২০৮৮ জনের লালা রস পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। যা রেকর্ড। এতদিন পর্যন্ত এত বেশি মানুষের লালা রস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়নি। স্বভাবতই আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী
সবমিলিয়ে ৩৮১ জন করোনা মুক্ত হয়ে গেছেন। আজ নতুন করে পাঁচটি কনটেইনমেন্ট জোন ঘোষণা করে জেলা প্রশাসন। সব মিলিয়ে জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *