সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৪ সেপ্টেম্বর: ভারতীয় সীমান্তের পদ্মায় এখনও তেমন ভাবে ইলিশের দেখা নেই, ফলে বাংলাদেশ থেকে চোরাপথে ইলিশ আসা শুরু হয়েছে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের কালীয়ানি এলাকা থেকে। শুক্রবার কালীয়ানি বিওপির সীমান্তে ১৫৮ নং ব্যাটেলিয়নের জওয়ানরা একটি টাটাসুমো থেকে ২০০ কেজি ইলিশ আটক করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তাদের গোয়েন্দা বিভাগের মারফত গোপনে খবর পেয়েই নজরদারি বাড়িয়েছিল পেট্রাপোল সীমান্ত এলাকায়। বিএসএফের জওয়ানদের দেখেই পাচারকারীরা পালিয়ে যায়। শেষ পর্যন্ত ওই গাড়ি থেকে তিন বস্তা ইলিশ মাছ উদ্ধার হয়।

বিএসএফের এক কর্তার দাবি, “আমরা প্রতিবছর এই সময়ে লক্ষ্য করি কিছু পাচারকারী বাংলাদেশি ইলিশ চোরাপথে নিয়ে আসে এদেশে। শুক্রবার সকালে আমাদের কাছে গোপনে খবর আসে কালীয়ানি সীমান্ত থেকে টাটাসুমো করে বেশ কিছু ইলিশ আসছে বনগাঁর দিকে। তারপরেই শুরু হয় নজরদারি”।


