জে মাহাতো, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ আগস্ট: মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বিধানসভা থেকে বামফ্রন্ট এবং বিজেপি থেকে শাসকদলে যোগদান। শনিবার মুর্শিদাবাদ জেলার তৃণমূল চেয়ারম্যান সুব্রত সাহা এবং ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সৌমিক হোসেনের হাত ধরে ফারাক্কা বিধানসভার বিজেপির একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য, সিপিএম নেতৃত্ব সহ বিজেপি ও সিপিএমের দুই হাজার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করল। শনিবার বহরমপুরে রাধারঘাট এলাকায় একটি দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুব্রত সাহা ও সৌমিক হোসেন।
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কো-অডিনেটর সৌমিক হোসেন পদ পেতেই মুর্শিদাবাদ জেলা জুড়ে দফায় দফায় বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলাতে শক্তিবৃদ্ধি করতে তৎপর শাসক দল জোড়া ফুল শিবির। শনিবার সৌমিক হোসেন ও সুব্রত সাহার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর যোগদানকারীরা জানান, মুখ্যমন্ত্রী কাজে অনুপ্রাণিত হয়ে আজ বিজেপি ও সিপিএম দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলাম।
মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কো-অডিনেটর সৌমিক হোসেন জানান, ২০২১ আগে মুর্শিদাবাদ জেলাতে বিরোধী বলে কিছুই থাকবে না। আগামী দিনে আমাদের কাজে অনুপ্রাণিত হয়ে সবাই তৃণমূলে যোগদান করবে। এর আগে অনেকেই যোগদান করেছেন এবার ফরাক্কা বিধানসভা এলাকা থেকে যোগদান করলেন।

