গোপালনগরে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ ২০০ সংখ্যালঘুর

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৬ অক্টোবর: এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনও ভবিষ্যৎ নেই। এমনই আশঙ্কায় দল ছাড়ছেন উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লা অঞ্চলের বেলতা, পাল্লা সহ হরিশপুর এলাকার সংখ্যালঘু সম্প্রদায় মানুষ। বৃহস্পতিবার রাতে গোপালনগর পাল্লা অঞ্চলের বেলতা এলাকায় বিজেপির পথ সভায় দক্ষিণ মণ্ডল সভাপতি হরিশঙ্কর সরকারের নেতৃত্বে প্রায় ২০০ জন সংখ্যালঘু সম্প্রদায় মানুষ যোগ দেয়।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক কাশেম আলি মণ্ডল, বারাসত সাংগঠনের সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস, সহ সভাপতি রামপদ দাস সহ এলাকার বিজেপির কর্মী সমর্থকরা। এদিন সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসাবে আয়োজিত অনুষ্ঠানে দলে নবাগতদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপি বারাসত সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস। বিজেপি নেতা হরিশংকর সরকার। তাঁরা নবাগতদের স্বাগত জানান। এদিন এক সঙ্গে এতো সংখ্যালঘুর যোগদান ঘিরে তৃণমূলের নাম রাজ্য থেকে মুছে ফেলার ডাক দেন বিজেপি নেতৃত্ব। যোগ দিতে আসা সংখ্যালঘু তৃণমূল সমর্থকরা জানিয়েছেন, গোপালনগর অঞ্চলে তৃণমূল নেতাদের প্রতারণা ও অত্যাচার বেড়েই চলেছে। তাই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই। এই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *