আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৪ নভেম্বর:
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের অতি প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুজো ৩৭০ বছরে পড়ল। লোক মুখে প্রচারিত ব্যারাকপুরের এক জমিদার ১৬৫১ সালে স্বপ্নাদেশ পেয়ে ব্যারাকপুরে মা কালীর মূর্তি ও সিদ্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন এই কালী মন্দিরে প্রত্যেক বছর মহা ধুমধাম করে অন্নকূট উৎসব ও পুজো হয়। তবে এবার প্রশাসনিক নির্দেশ মেনে শ্যামা পুজো অনুষ্ঠিত হচ্ছে।
কালী পুজো উপলক্ষে এই মন্দিরে যে নীয়মাবলী নির্ধারিত হয়েছে, তা হল প্রত্যেক ১ ঘণ্টায় মাত্র ২০ জন ভক্ত প্রবেশ কিরতে পারবেন। শারীরিক দূরত্ব বজায় রেখে মায়ের মন্দিরে প্রবেশ করে ১ ঘণ্টার মধ্যে পুজো দিয়ে তাদের বাইরে বেরিয়ে আসতে হবে। তারপর মন্দির নতুন করে স্যানিটাইজ করা হবে, ফের নতুন করে মন্দিরে ২০ জন ভক্তকে প্রবেশাধিকার দেওয়া হবে।
এবছরে মন্দির কমিটির পক্ষ থেকে ভোগ বিতরণ বন্ধ রাখা হয়েছে, কোনও ভক্তকে মন্দিরে সিঁদুরের টিপ দেওয়া হবে না। মাস্ক পরে মন্দিরে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। এই মন্দির প্রতিষ্ঠার পর থেকে আশেপাশে আর কারও বাড়িতে কেউ মা কালীর মূর্তি এনে পুজো করেন না। সেই রীতি এখনো প্রচলিত আছে ব্যারাকপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির চত্বরে।