আমাদের ভারত, ১৮ এপ্রিল : এবার করোনা থাবা বসালো ভারতীয় নৌসেনাতেও। মুম্বাইয়ে ভারতীয় নৌসেনার ঘাঁটিতে অন্তত ২০ জন নৌসেনাকর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। মুম্বাইয়ের নৌসেনার হাসপাতালে ভর্তি করা হয়েছে এই করোনা পজেটিভ নৌসেনা কর্মীদের।
এই প্রথম ভারতীয় নৌসেনা সংক্রমনের খবর পাওয়া গেল। আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছেন তা জানতে ব্যাপক খোঁজ খবর চলছে। ওয়েস্টার্ন নেভাল কমান্ডো সমুদ্র তীরের ডিপো আইএনএস আঙ্গেরিতে
নৌবাহিনীর কর্মীদের জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন এই নাবিকরা। নিজেদের কাজের জন্যই গত কয়েক দিনে আক্রান্ত নাবিকরা নৌঘাঁটির মধ্যে বিভিন্ন স্থানে গেছেন। ফলে তাদের সংস্পর্শে এসে আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে খোঁজ চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই ভারতীয় সেনাতেও করোনার থাবা পড়েছে। অন্তত ৮ জনের শরীরে করোনাভাইরাস এর খোঁজ পাওয়া গেছে।