নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ জুলাই : তৃণমূলের বিরুদ্ধে আর নয় অন্যায়ে রাজ্যের ২০ লক্ষ মানুষ ফোন করেছেন। বৃহস্পতিবার এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ করতে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচি নিয়েছিল। রাজ্য বিজেপি মানুষের সমস্যা জানতে একটি ফোন নম্বর চালু করে। তাতে রাজ্যের ২০ লক্ষ মানুষ ফোন করে বলে জানান দিলীপ ঘোষ। বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। করোনার সময় চিকিৎসা না পাওয়ার যেমন অভিযোগ আছে। তেমনি আমফানের ত্রাণ নিয়েও তৃণমূলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে। মানুষের মুখ থেকে সরাসরি অভিযোগ আমরা শুনেছি। আগামী দিনেও বহু মানুষ “আর নয় অন্যায়ে” ফোন করবে বলে আশাবাদী দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে এমন কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। কিন্তু রাজ্য বিজেপির এমন জনসংযোগ কর্মসূচি আগামীদিনে কতটা সফল হবে তা ভবিষ্যতই বলবে।