সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ ফেব্রুয়ারি: মতুয়া ভক্তরা ঠাকুরবাড়ি যাচ্ছিলেন। পথে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার রাওতারা পঞ্চায়েতের বালুইগাছি পালপাড়া এলাকায়। দুর্ঘটনায় আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় ঠাকুরনগর হাসপাতালে। এদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে কলকাতার আরজিকর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে ৫-৭ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, প্রবল গতিতে গাড়িটি যাচ্ছিল যশোর রোড দিয়ে। দ্রুত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে মিনি ট্রাকটি।
স্থানীয় সূত্রের খবর, গাইঘাটা থানার কলাসিম গোপালপুর সংলগ্ন এলাকায় একটি মিনিট্রাক চেপে আনুমানিক ৩৫ জন মতুয়া ভক্ত ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসছিলেন। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনা স্থলে গাড়িতে থাকা প্রায় কুড়ি জন গুরুতর আহত হন। আহতদের তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এদের মধ্যে ১০ জনের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতা আর জি কর হাসপাতালে রেফার করেন।
পুলিশ জানিয়েছে, আহতরা হাবরা রাউতারা এলাকার বাসিন্দা। গুরুতর আহতার পুতুল পাল, মনিমালা পাল, মনোজ হালদার, সুশান্ত পাল, সুজয় পাল সহ কুড়ি জন। খবর পেয়ে ঘটনা স্থলে আসে হাবরা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারদের চেষ্টায় আহতদের কলকাতায় পাঠানো সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।