সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুলাই: বরাবাজারে আগ্নেয়াস্ত্র সহ ২ যুবক গ্রেফতার। ঘটনাটি ঘটে পুরুলিয়ার বরাবাজার থানার শশাংডি গ্রামে। পুলিশ জানায়, ফুটবল খেলা চলছিল, সেই সময় এক যুবক অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। তার সঙ্গে আরও একজন স্থানীয় বাসিন্দা ছিল। সেই সময় গ্রামের জনতা তাকে ঘিরে ধরে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে ও তার সঙ্গে থাকা যুবককে উদ্ধার করে নিয়ে আসে। ধৃতদের নাম অর্ধেন্দু টুডু ও পিন্টু দাস গোস্বামী। তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আজ সকালে তাদের মধ্যে অর্ধেন্দু টুডুকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তার জেল হেফাজত হয়। অন্য অভিযুক্ত পিন্টু দাস গোস্বামী আহত থাকায় তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
স্থানীয় বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, ধৃতরা তৃণমূল কর্মী। শশাংডি গ্রামে জটলা করে খাওয়া দাওয়া করে পঞ্চায়েতে জেতার উল্লাস করছিল। ওই গ্রামের বাসিন্দা গ্রাম সংসদে জেতা বিজেপি প্রার্থীকে অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছিল ওই দুই জন। বিষয়টি লিখিত ভাবে পুলিশকে জানানো হয়েছে বলে দাবি স্থানীয় মণ্ডল সভাপতি নিশাপতি মাহাতোর। আতঙ্কে আড়ষ্ট পেশায় প্রাথমিক
শিক্ষক বিজেপি কর্মী শশীকান্ত হেমব্রম। তিনি জানান, বরাবাজারের সিন্দ্রী পঞ্চায়েতের অধীনস্থ ওই গ্রামটি। সেখানে তৃণমূল জেতে। পঞ্চায়েত তৃণমূলের দখলে। দাপট দেখিয়ে কোণঠাসা করতে এই কৌশল নিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের ব্লক স্তরের নেতাদের একাংশ বিষয়টিকে ভালো চোখে দেখছেন না।