সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ মার্চ: ছাতনায় মোটর বাইক চুরির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। এর সঙ্গে চুরি যাওয়া কয়েকটি মোটর সাইকেল ও নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার হয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২৪ ছাতনা থানার ঝাটিপাহাড়ি ফাঁড়ির অন্তর্গত মুর্গাবনী থেকে একটি বাইক চুরির অভিযোগ পাওয়া যায়। এবিষয়ে পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। গত ৭ মার্চ ২০২৫ প্রধান সন্দেহভাজন সুরজ আলী খান ওরফে গয়াদা, ওরফে নবাব, ওরফে শাকিল নামে পরিচিত গড়বেতার এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তার বক্তব্যের ভিত্তিতে তার সহযোগী সাহাবুল গায়ানকে এবার গ্রেপ্তার করা হলো বাঁকুড়া থানার ফকিরডাঙ্গা থেকে।
তাকে জেরা করে পুলিশ তিনটি চুরি যাওয়া মোটর সাইকেল ও নগদ ৬৮,০০০ টাকা, চারটি মাস্টার চাবি এবং একাধিক চুরি যাওয়া নম্বর প্লেট উদ্ধার করেছে। ছাতনা থানার পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।