জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: পিংলা ব্লকে শুক্রবার দু’জন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
এদিন দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তৃণমূলের এক বুথ সভাপতি। ঘটনা পিংলা ব্লকের ক্ষিরাই ৬ নং অঞ্চলের মিরুপুর এলাকায়। মৃত বুথ সভাপতির নাম তপন বেরা। পারিবারিক অশান্তির কারণে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
অপরদিকে পিংলা থানায় কম্পিউটার বিভাগের অস্থায়ী কর্মী অতনু চক্রবর্তী (বয়স আনুমানিক ২৭-২৮) নিজের বাড়িতে গতকাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ। আজ সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের অনুমান স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির জেরে এই আত্মহত্যা।