আমাদের ভারত, মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: রবিবার রাতে খড়্গপুর লোকাল থানার হরিয়াতাড়া গ্রামে মোরাম বোঝাই ডাম্পারের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
জানাগেছে, খড়গপুর লোকাল থানার হরিয়াতাড়া এলাকায় প্রতিদিনের মতো রবিবার রাতেও অবৈধ মোরাম বোঝাই বেশকিছু ডাম্পার খাদান থেকে লাইন দিয়ে বেরনোর সময় দুই বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভবসিন্ধু মাহাতো সহ দুই বাইক আরোহীর। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ডাম্পারে আগুন লাগিয়ে দেয়। খড়্গপুরের এসডিপিও দীপক সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মৃতদেহ উদ্ধার করতে গেলে, গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। কয়েক ঘন্টা ধরে চলে পথ অবরোধ ও বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, এই রাস্তা দিয়ে দিনে দুই থেকে তিনশ অবৈধ মোরাম বোঝাই গাড়ি চলে। এইসব গাড়ি বন্ধ করতে হবে এবং অসাধু মোরাম ব্যাবসায়ীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।