আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ আগস্ট: সোমবার রাতে মুর্শিদাবাদে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা উদ্ধার, গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
জঙ্গিপুর জেলা পুলিশ সুত্রে জানাগিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘিতে হাত বদলের আগে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা সহ গ্রেপ্তার করা হয় দুই পাচারকারীকে। ধৃত পাচারকারীদের গ্রেপ্তার করে সাগরদিঘি থানার পুলিশ। ধৃতদের নাম ধীরেন মন্ডল ও বিশু মন্ডল। ধৃতরা রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানাগেছে, সাগরদিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুনিগ্রাম এলাকা থেকে হাত বদলের আগে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি মাস্কেট, একটি পাইপ গান, দু’রাউন্ড তাজা কার্তুজ ও আট কেজি বোমা তৈরির মশলা। ধৃতরা সাগরদিঘিতে কার কাছে হাত বদলের জন্য এসেছিল তা খতিয়ে দেখতে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আজ আদালতে তোলা হয়।

