সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১ নভেম্বর: বেআইনি শব্দবাজি বিক্রি করার অভিযোগে গ্রেফতার হল ২ জন। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ শনিবার রাতে বেআইনি শব্দবাজি বিক্রি করার অভিযোগে খাটুরা বাজার এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছে থেকে উদ্ধার হয় ১২ কেজি শব্দবাজি।
মহামারী করোনার কারণে শব্দবাজি ও মশলা বাজি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে হাইকোর্টে। তাতে উল্লেখ করা হয়েছে যে, এই বাজি পোড়ানোর পরে যে ধোঁয়া বেরবে তা থেকে করোনার সংক্রমণ বাড়তে পারে। ধৃতরা হল সুকুমার কর্মকার (৫৬)। বাড়ি খাটুরা বাজার এলাকায় ও গৌতম দফাদার (৫১)। বাড়ি খাটুরা বেলতলা এলাকায়।
সামনেই দীপাবলি তার কারণেই দূষণমুক্ত রাখতে গোবরডাঙ্গা থানা এলাকায় লাগাতার অভিযান চালানো হচ্ছে। নিষিদ্ধ শব্দ বাজি ক্রয় বিক্রয়কারীদের সাবধান করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। শনিবার রাতে নিষিদ্ধ বাজি বিক্রি করার সময় হাতেনাতে তাদের ধরে ফেলে গোবরডাঙ্গা থানার পুলিশ। ধৃত সুকুমার ও গৌতমকে রবিবার বারাসত আদালতে পাঠানো হয়েছে।