সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুলাই: ভুয়ো সংস্থা খুলে টাকার বিনিময়ে নিয়োগ করার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। ধৃতদের নাম রাতুল সরকার ও স্বপন ধীবর। রাতুলের বাড়ি পুরুলিয়ার বড়রা গ্রামে। ধৃত স্বপ্নের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার সোদপুর এলাকায়।
রঘুনাথপুর শহরের একটি লজের দোতালায় ভাড়া নিয়ে চলতি মাসের ১৪ তারিখে ওই সংস্থা খোলেন কয়েকজন। ‘হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া’ নামে ওই সংস্থাটিতে কাজে নিয়োগের জন্য মোটা টাকার ঘুষ নেওয়া হয় বেশ কয়েকজনের থেকে। এদের মধ্যে প্রতারিত সাঁওতালডি থানার এক যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রঘুনাথপুর থানার পুলিশ।
তদন্তে ওই সংস্থাটি পুরোপুরি ভুয়ো বলে জানা যায়। পুলিশ জানতে পারে অভিযুক্ত দুজন ছাড়াও প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জনৈক অভিষেক রায় রয়েছেন। এছাড়াও ওই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন। এদের সবারই খোঁজে তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। ধৃত দুইজনকে এদিন রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।