AAccident, Bengaluru, বেঙ্গালুরুতে পথদুর্ঘটনায় মৃ*ত্যু ২ জনের

আমাদের ভারত, ২ নভেম্বর: বেঙ্গালুরুর রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ২ জনের। সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। সামনে দাঁড়িয়ে থাকা একাধিক স্কুটার, বাইকে ধাক্কা মেরে এগিয়ে যায় অ্যাম্বুল্যান্সটি। শনিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে রিচমন্ড সার্কেল এলাকায়।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন একটি সিগন্যালে অনেক গাড়ি পর পর দাঁড়িয়ে ছিল। সেই সময়ে পেছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি অ্যাম্বুল্যান্স সামনে দাঁড়িয়ে থাকা তিনটি বাইকে ধাক্কা মারে। একটি স্কুটিকে কয়েক মিটার পর্যন্ত ঠেলে এগিয়ে গিয়ে একটি ট্র্যাফিক পুলিশের আউটপোস্টে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইসমাইল নামে বছর চল্লিশের এক ব্যক্তি এবং তাঁর স্ত্রী ইসমাইল বানুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্থানীয়রা গিয়ে কাত হয়ে পড়া অ্যাম্বুল্যান্সটিকে সোজা করেন। অ্যাম্বুল্যান্সের নীচে একাধিক বাইক আটকে থাকতে দেখা যায় ফুটেজে।

ঘটনাস্থলে আসে উইলসন গার্ডেন ট্র্যাফিক পুলিশ। ঘটনার পরে অ্যাম্বুল্যান্সের চালক অশোককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *