জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: রথ যাত্রার দিন শালবনিতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বজ্রপাতে মৃত্যু হয়েছে বছর দশেকের এক কিশোরের এবং বছর চল্লিশের এক গৃহবধূর। দু’টি ঘটনাই শালবনী থানা এলাকার।
পুলিশ সূত্রে জানাগেছে, ১০ বছরের ওই কিশোরের নাম খাঁদু হাঁসদা। বাড়ি শালবনী ব্লকের ১০ নং কর্ণগড় অঞ্চলের বালিজুড়ি এলাকায়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। মাঠে গরু নিয়ে গিয়েছিল।
অপরদিকে, মৃত গৃহবধূর নাম আমেনা বিবি (৪০)। বাড়ি শালবনী ব্লকের ৭ নং অঞ্চলের বড় কলসীভাঙ্গা এলাকায়। স্বামী শেখ আহেদ। এই গৃহবধূ মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন। দুপুর ১টা নাগাদ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বজ্রপাতে দুটি ছাগলেরও মৃত্যু হয়েছে বলে জানাগেছে। দু’টি ক্ষেত্রেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

