আমাদের ভারত, হাওড়া, ২১ এপ্রিল: অবৈধ ভাবে শব্দবাজি তৈরী করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ। আহত ২ কর্মী। ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়া থানা এলাকার সাত নম্বর রতন হালদার লেনের পটুয়াপাড়ায়।
একটি মোমবাতি এবং আবির তৈরির কারখানার ভেতরে অবৈধ ভাবে তৈরি হত শব্দবাজি। আজ দুপুর তিনটে নাগাদ ভয়াবহ বিস্ফোরণ হয় ওই কারখানায়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখে দুজন কর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাকি কর্মীরা পলাতক। কারখানার মালিক অজিত পুগলিয়াও পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই লকডাউনের মধ্যে অবৈধ ভাবে তৈরি হচ্ছিল শব্দবাজি।আশঙ্কাজনক অবস্থায় দুই কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগেও একইভাবে এই কারখানায় বিস্ফোরণ হয়। প্রশাসনকে জানিয়েও কোনো রকম ফল না হযওয়ায় আবারও একই জিনিসের পুনরাবৃত্তি হহল। আর তার ফলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়
র্যাফ।