পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ আগস্ট: ষাঁড়ের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এখন কুমারগঞ্জবাসীকে। দুদিনে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু দুইজনের। ঘটনাকে ঘিরে একদিকে যেমন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তেমনি এই ঘটনা নিয়ে সামনে এসেছে প্রশাসনিক উদাসীনতার ছবিও। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের উজিরপুর ও দিওড়ের খরাইল এলাকার৷ পুলিশ জানিয়েছে মৃতদের একজন অনিল মন্ডল এবং অপরজন রবনি টিজ্ঞা।
রবিবার একটি অনুষ্ঠান বাড়িতে দাঁড়িয়ে থাকবার সময় আচমকা পিছন থেকে ষাঁড় গুতো মারে দিওড়ের খরাইলের বাসিন্দা রবনি টিজ্ঞাকে। তড়িঘড়ি বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে সোমবার সকালে বাড়ি থেকে বেরনোর সময় আচমকা একটি ষাঁড় পিছন থেকে এসে গুঁতো মারে অশীতিপর অনিলবাবুকে। মাটিতে পড়ে যাওয়ার পরেও পিছু ছাড়েনি ষাঁড়টি। শিং দিয়ে লাগাতার আঘাতে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ। এরপর স্থানীয়দের তৎপরতায় ষাঁড়টিকে তাড়ানো সম্ভব হলেও তড়িঘড়ি বৃদ্ধ অনিল মণ্ডলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালেই মারা যান ওই বৃদ্ধ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিকে ওই ষাঁড়ের তান্ডবের এমন ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
মৃতের আত্মীয় কৌশিক সরকার ও অসিত মন্ডলরা জানিয়েছেন, প্রশাসন থেকে এমন ষাঁড়ের প্রতি ব্যবস্থা নেওয়া জরুরি। তাছাড়া এমন ঘটনা আরও ঘটতে পারে। বাড়ি থেকে বের হতেই এমন দুর্ঘটনার সন্মুখীন হয়েছেন সে।