আমাদের ভারত, হাওড়া, ২ অক্টোবর: পিকআপ ভ্যানের চাকা পাল্টানোর সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল পিকআপ ভ্যানের চালক ও খালাসির। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে ৬ নং জাতীয় সড়কে রাজাপুর থানার রঘুদেবপুর বেলতলায়। মৃতেরা হল কৃষ্ণনগরের বাসিন্দা পিকআপ ভ্যানের চালক সমীর দেবনাথ (৩৪) ও পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের বাসিন্দা শুভেন্দু শী (৩০)।
পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে কলা ভর্তি পিকআপ ভ্যানটি পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্রবার ভোর ৪টে নাগাদ ৬ নং জাতীয় সড়কে বেলতলায় পিকআপ ভ্যানের পিছনের চাকা ফেটে গেলে চালক রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দেন। পরে দুইজনে গাড়ি থেকে নেমে চাকা পাল্টাতে শুরু করেন।
স্থানীয় সূত্রে খবর, চাকা পাল্টানোর সময় খড়গপুর অভিমুখে যাওয়া একটি গাড়ি দু’জনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনায় দু’জন রাস্তায় ছিটকে পড়ে। পরে জাতীয় সড়কে টহলরত পুলিশ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে।