সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ জানুয়ারি: পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ চলাকালীনই পুরুলিয়ার পুঞ্চায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। ঘটনায় আহত হন আরও এক জন। মৃতদের নাম দীপক বাউরি ও লক্ষীকান্ত বাউরি।
শনিবার বিকেলের দিকে একটি মোটর সাইকেলে ওই তিনজন চেপে যাচ্ছিলেন। পুঞ্চা থানার বন কানালি গ্রামের কাছের নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে থাকাও মোটরসাইকেলটি ছিটকে পড়ে। গুরুতর চোট লাগে তিন বাইক আরোহীর। ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহতকে পথচারীরা উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। তিনি এখন পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।