ঝাড়গ্রামে হাতির হানায় মৃত ২ আহত ৭

পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম, ১৪ জুলাই: ঝাড়গ্রামের মানিকপাড়ার বাঁশতলা এলাকায় গতকাল রাতে হাতির হানায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জন হুলাপার্টির সদস্য। হাতি তাড়ানোর সময় বুনো হাতির আক্রমণে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, গতকাল রাতে ৩০/৩৫টা হাতিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় লোধাশুলি রেঞ্জের বাঁশতলা’তে হুলাটিমের সদস্যদের আক্রমণ করে ওই দলের কয়েকটি হাতি। এই আক্রমণে হুলা টিমের দুজন সদস্যের মৃত্যু হয়েছে এবং ৬ থেকে ৭জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের একজন সিমলি হুলাটিমের সদস্য টিলকা মুর্মু অন্য জন ডাংরি হুলা টিমের সদস্য গৌরাঙ্গ মাহাত। দুজনই লোধাশুলী রেঞ্জের অন্তর্গত এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *