জয় লাহা, দুর্গাপুর, ২৬ আগস্ট: আবারও গাঁজা পাচার চক্রের হদিশ। পাচারের আগে পুলিশের অভিযানে প্রচুর গাঁজা সহ ধরা পড়ল দুই পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ২২ কেজি গাঁজা। শুক্রবার তাদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন।
ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের যোগীবাবা স্থান এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২২ কেজি গাঁজা। ধৃতদের নাম জয়প্রকাশ সাউ ও উজ্জ্বল গড়াই। উজ্জ্বল গড়াই’য়েরর বাড়ি বীরভূম জেলার সদাইপুর থানার ছিনপাই এলাকায়। জয় প্রকাশ সাউ অন্ডালের বাসিন্দা। সূত্র মারফত জানাগেছে, উজ্জ্বল গড়াই গাঁজা নিয়ে জয়প্রকাশ সাউকে সরবরাহ করতে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। গাঁজা হাত বদল হওয়ার সময় পুলিশ অভিযুক্ত দু’জনকে ধরে ফেলে। ধৃতদের শুক্রবার আসানসোল জেলা আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। কোথা থেকে কিভাবে গাঁজা আসছে এবং পাচার চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানার জন্য দু’জনকে নিজেদের হেপাজতে নেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে।