আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ জানুয়ারি: সিএএ নিয়ে মোবাইলে মিস কল দিয়ে প্রচার করায় তৃণমূল কংগ্রেরের হাতে আহত হলেন দুই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার হাপ্তিয়া গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি গ্রামে। আহত ওই বিজেপি কর্মীর নাম নিকির মহম্মদ ও আবু চালেক। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়সুত্রে জানা গিয়েছে, চোপড়া থানার হাপ্তিয়া গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি গ্রামের বাসিন্দা নিকির মহম্মদ ও আবু চালেক তারা দুজন মিলে সিএএ নিয়ে মোবাইলে মিস কল দিয়ে সমর্থন করার প্রচার করছিলেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে মিস কল দিতে বলছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী মুসিরুদ্দিন মহম্মদ ও হাসিবুল রহমান তাদের প্রচারে বাঁধা দেয়ি তাদের উপর চড়াও হয়। বিজেপি কর্মী নিকির মহম্মদ ও আবু চালেককে বেধড়ক মারধর করতে থাকে। তাঁদের বুকেও লাথি মারে।
এই ঘটনায় এলাকায় ব্যাপার উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।