আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: রাহুল গান্ধীর ধাক্কাতে আহত হয়েছেন দলের দুই সংসদ। এই অভিযোগে সংসদের বিরোধী দল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির সংসদরা। অনুরাগ ঠাকুর সহ তিন বিজেপি সাংসদ মার্গ থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপির দুই আহত সাংসদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নিয়েছেন তাদের শারীরিক অবস্থার।
বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বেনজির হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি সাংসদরা। সাংসদ প্রতাপ সারেঙ্গির মাথা ফেটেছে। গুরুতরে জখম হয়েছেন উত্তরপ্রদেশের ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুত। বিজেপির অভিযোগ, ওই দুই সাংসদ জখম হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায়। রাহুল গান্ধী ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর ওপর। তাতেই সারেঙ্গির মাথা ফেটে রক্ত ঝরে। তারা হাসপাতালে ভর্তি হন।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, রাহুল গান্ধীর ধাক্কায় দুই বিজেপি সংসদ গুরুতর জখম হয়েছে। কোনো সাংসদ কী ভাবে বলপ্রয়োগ করতে পারেন? কোন আইন এটার অনুমতি দিচ্ছে? আপনি কি কুংফু ক্যারাটে অন্য সাংসদদের মারধর করার জন্য শিখেছেন?”
বিজেপি সূত্রের খবর, আহত দুই সংসদ হাসপাতালে ভর্তি। তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী।
কংগ্রেস অন্য কথা বলেছে, কংগ্রেস সাংসদ মাণিকম ঠাকুরের অভিযোগ, কংগ্রেস সাংসদরা সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা বাধা দেন, লাঠিসোঁটা হাতে নিয়ে সংসদে এসেছিলেন বিজেপি সাংসদরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকা অর্জুনকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়। কটুক্তি করা হয়।রাহুল গান্ধীর দাবি, আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন আমাকে। ধাক্কা দেওয়া হয়। ধাক্কাধাক্কি বলতে এটুকুই হয়েছে।
যদিও রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, রাহুল গান্ধী বিআর আম্বেদকরের ছবি নিয়ে জয় ভীম স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে সংসদে প্রবেশ করছিলেন। কিন্তু তাকে ভেতরে যেতে বাধা দেওয়া হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরেই এখানে প্রতিবাদ করছি। কিন্তু লোকেদের যাতায়াতের পথ ছেড়ে প্রতিবাদ জানাচ্ছি। আজ সেখানে বিজেপি সাংসদরা এসে ধাক্কাধাক্কি করেছে। গুন্ডা- গার্দি করেছে। তাঁর দাবি, অমিত শাহকে বাঁচাতে এই ষড়যন্ত্র বিজেপির। তাঁর আরো দাবি, বিজেপি সাংসদরা মল্লিকার্জুন খাড়গেকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন এবং সিপিএমের এক সাংসদকেও ধাক্কা মেরেছেন। প্রসঙ্গত, বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক বক্তব্য নিয়েই সংসদ উত্তাল হয়েছে।